"অনিকা" মহিলা সমিতি, সেক্টর 4

সমিতি কথাটাই হোলো একটা সংঘবদ্ধতার পরিচায়ক। যেকোনো কাজ সুন্দর, অর্থপূর্ণ ভাবে সংঘটিত করতে চাইলে সংঘবদ্ধ তার প্রয়োজন। 

একটি সমিতি তৈরির প্রথম ধাপ হল মিশন এবং ভিশন সেট করা। একটি মিশন বিবৃতি স্পষ্ট ভাষায় রূপরেখা দেয় যে সমিতির লক্ষ্যগুলি কী এবং কীভাবে এটি তাদের কাছে পৌঁছাবে। এটি সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা দেওয়ার জন্য একটি কাঠামো।

সমিতি গঠন করতে চাইলে কিছু সমমনা মহিলা (সমশ্রেণি, সমপেশা ও সমমর্যাদার প্রাপ্ত বয়স্ক না হলেও চলবে) ন্যূনতম ২০ জন স্বেচ্ছায় একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। এ সকল উদ্যোক্তা নিজেদের মধ্য থেকে ৬ জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। উক্ত কমিটি নিবন্ধন সহ  সমিতি গঠনের একটি উপবিধি তৈরি করে।

ঠিক এই চিন্তাধারায় দীক্ষিত হয়ে গুরগাঁও বেঙ্গলী এসোসিয়েশন সেক্টর 4 এর ছত্রছায়ায় কিছু মহিলা একটি সমিতি গঠনে ব্রতী হয়েছে।শুধু মাত্র গল্পগুজব করে নির্মল আনন্দ পাওয়া মূল উদ্দেশ্য নয়, বরং বহু উৎসাহ এবং প্রেরণা দায়ক কাজকর্মে সমিতি টি এক মানবিকতার উদাহরণ স্থাপন করতে চলেছে। সম্পূর্ন রাজনৈতিক সম্পর্ক মুক্ত,  উন্নয়ন মূলক এবং  সততার সঙ্গে কার্য বাহি সমিতি এটি।

প্রথম মহিলা সমিতির প্রতিষ্ঠার সঙ্গে বাংলার মাটির একটা বিশেষ নাড়ির টান আছে বলাটা কোনো অত্যুক্তি নয়। ঊনবিংশ শতাব্দীতে ঠাকুর বাড়ির উদ্যোগে নারী শিক্ষা এবং নারী মুক্তির উদ্দেশ্যে মহিলা সমিতির গঠন হয়। মোটামুটি বাঙালি জাতির সঙ্গে মহিলা সমিতির গঠন স্থাপন একেবারে ওতপ্রোত  ভাবে জড়িয়ে। সেজন্যই বোধহয় যেখানেই বেঙ্গলী এসোসিয়েশন er জন্ম সেখানেই সহোদরার মতন মহিলা সমিতির ও সৃষ্টি হয়। 

সেক্টর 4 এর মহিলা সমিতির সদস্যরা…

শ্রীমতি   শাশ্বতী কর – সভাপতি + গ্রুপ এডমিন, রত্না ঘোষ – উপদেষ্টা ,   শিখা সেনগুপ্ত – ব্যবস্থাপক ,মিতা সামন্ত – কোষাধ্যক্ষ + গ্রুপ এডমিন,  তৃপ্তি ভট্টাচার্য – এডিটর  , দূর্বা বন্দোপাধ্যায় – গ্রুপ অ্যাডমিন, পলি দত্ত  ,তপতি সরকার , মৌমিতা ভট্টাচার্য , রমা চক্রবর্তী , সুমা ঘোষ , নিবেদিতা , শ্রেয়সী  , বুনি , পম্পা , রেশমী ,অপর্ণা , মুনমুন , নিবেদিতা , নূপুর , পিউ, রমা , স্বাগতা , শর্মিলা , সুপর্ণা , সুস্মিতা , তাপসী , শ্যামা  , মঞ্জু বিনানি , অর্চনা , পিংকু। 

নতুন সদস্যের যোগদান  সবসময়ই সাদরে আমন্ত্রন জানানো হবে ।সেক্ষেত্রে তাঁদের group admin দের সঙ্গে যোগাযোগ বাঞ্ছনীয়। নিয়মাবলী , যোগাযোগ করার স্থান , সময় সবই তারা নির্দিষ্ট করে দেবেন।